Home / ছোটখাটো অপরাধে ‘ঠিকানা’ কারাগার নয়

বিশেষ সংবাদ

ছোটখাটো অপরাধে ‘ঠিকানা’ কারাগার নয়

ছোটখাটো অপরাধে ‘ঠিকানা’ কারাগার নয়

কারাগারে না পাঠিয়েও সাজাপ্রাপ্ত কোনো আসামিকে সংশোধনের সুযোগ দিতে পারেন আদালত। ছোটখাটো কিছু অপরাধের ক্ষেত্রে আইনে এই সুযোগ থাকলেও এর প্রয়োগ এত দিন খুব একটা দেখা যেত না।

তবে গত তিন–চার বছরে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাচ্ছে। গত জুলাই মাসে সুনামগঞ্জ আদালতের দেওয়া সিদ্ধান্ত দেশজুড়ে বেশ আলোচিত হয়েছে। ছোটখাটো বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়া ৬৫ শিশু-কিশোরকে ছয়টি শর্তে পরিবারের সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়। একইভাবে দেশের বিভিন্ন জেলায় ছোটখাটো অপরাধের ঘটনায় দণ্ডিত আসামিকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য শর্ত সাপেক্ষে মুক্তজীবনে থাকার সুযোগ করে দিয়েছেন আদালত। আইন বিশেষজ্ঞরা মনে করেন, এই ব্যবস্থা সমাজে অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে।

প্রতিদিন অন্তত দুটি ভালো কাজ করা ও ডায়েরিতে লিখে রাখা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা, গাছ লাগানো—এ রকম ছয়টি শর্ত সুনামগঞ্জের ৬৫ শিশু-কিশোর এখন মুক্ত জীবনযাপনের সুযোগ পাচ্ছে, যা আইনের ভাষায় প্রবেশন নামে পরিচিত। কারাগারের ওপর চাপ কমানো এবং ‘সংশোধনমূলক’ সাজার নীতি প্রয়োগে ‘দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের বিধান অনুসরণ করতে অধস্তন আদালতে বিচারকদের প্রতি ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি নির্দেশনা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।