Home / কোনো পরিকল্পনা করে চলি না

বিনোদন

কোনো পরিকল্পনা করে চলি না

কোনো পরিকল্পনা করে চলি না

অনম (বিশ্বাস) ভাই গানটি লিখেছেন, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। ইমন ভাই আমাকে জানালেন, ভিন্ন ধরনের সুর, সাউন্ড ও মিউজিকে গানটি করতে চান। ওইভাবে ইমন ভাইয়ের সঙ্গে বসা, কাজ করা। গানটি এভাবে টার্নআউট করবে, জানতাম না।

ইউটিউবার হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বন্ধু ও পরিবারের সদস্যরা চাইতেন আমি যেন আমার গান প্রকাশ করি, মানুষকে শোনাই। সেভাবেই চ্যানেলটি খোলা। আমার গান কেউ পছন্দ করবেন, আমার গান কেউ শুনবেন, কখনোই ভাবিনি। এত ভালোবাসা পাই, বলে বোঝাতে পারব না। ইউটিউবের মাধ্যমে সাড়া পাওয়ার পর সিনেমায় গান করার সুযোগ পাই। ইউটিউবের মাধ্যমে সবার চোখে পড়ি। আগে বেঙ্গলি বিউটি সিনেমায় গান করেছি, সেটি ছিল প্রথম সিনেমার গান। সেই সিনেমায় দুটি গান ছিল। গানগুলো নিয়ে খুব একটা আলোচনা হয়নি। এরপর টান, লেডিজ অ্যান্ড জেন্টলমেন-এর গানগুলো পছন্দ করতে থাকে মানুষ। চরকির নিঃশ্বাস-এ র‍্যাপ সং করেছি, ওয়েব সিরিজ টান-এর ‘জীবন দিলাম’ গানে কণ্ঠ দিয়ে চরকি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছি। সব সময় চাই, যেন ভালো কাজ করে যেতে পারি। কাজের ক্ষেত্রে আমি সৎ থাকতে চাই, সেই সততা দেখেই যেন মানুষ ভালোবাসে।

স্বাভাবিকভাবেই এসেছে। আমি নিরীক্ষা চালাতে পছন্দ করি, বিভিন্ন ভাষার গান করতে ভালো লাগে। উচ্চারণটা আমার স্বাভাবিকভাবেই আসে, এটা নিয়ে বলতে পারব না। অনেক ধরনের গান শুনি বলেও হয়তো সেসব গানের প্রভাবটাও বেশি। ওভাবে ডেলিভারিটাও খুব ন্যাচারেলি আসে।

ছোটবেলা থেকে শাস্ত্রীয় সংগীতে আগ্রহী ছিলাম। মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকরের গান শুনে অনেকটাই প্রভাবিত হয়েছি। তাঁরাই আমার আদর্শ।

গানে আপনাকে অনুপ্রাণিত করেন কে?

সব জায়গা থেকেই অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করি। চলার পথে অনেক ধরনের মানুষের সঙ্গে দেখা হয়েছে, অনেক গুণীজনের সঙ্গে দেখা হয়েছে, যাঁদের সঙ্গে কথা বলে অনেক কিছু শিখতে পারি। বাবা আমার অন্ধভক্ত বলতে পারেন। তিনি সব সময় গানটাকে সমর্থন দিয়েছেন। আমি ভালো কিছু করলে তিনি খুব খুশি হন।