Tranding
ছিলেন রাজ্যে, আরও বড় পরিসরে কাজ করতে দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রের। কিন্তু কেন্দ্রে আর থাকা হচ্ছে না সৌরভ গাঙ্গুলীর। ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেট প্রশাসক হিসেবে আবার ফিরে যাচ্ছেন সেই রাজ্যেই।
দুই দিন পরই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হবে সৌরভকে। ক্রিকেট বিশ্বের প্রভাবশালী বোর্ডটির নতুন সভাপতি হতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার রজার বিনি।
দুই সপ্তাহ আগপর্যন্ত আভাষ ছিল, দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হতে পারেন সৌরভ। কিন্তু আচমকাই দৃশ্যপটে চলে আসেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার রজার বিনি। সৌরভ যে এতে হতাশ হয়েছেন, সেটি পরোক্ষে জানিয়েও দিয়েছেন।
তবে ক্রিকেট প্রশাসনে পথচলা এখানেই থামিয়ে দিতে চান না ২০০৩ বিশ্বকাপের অধিনায়ক। সিদ্ধান্ত নিয়েছেন, ২০১৯ সালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার আগে যেখানে ছিলেন, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলেই (সিএবি) ফিরে যাবেন।
বিষয়টি নিশ্চিত করে সৌরভ পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, সিএবি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আগেও পাঁচ বছর কাজ করেছি। আইন অনুসারে আরও চার বছর করতে পারব। ২০ অক্টোবরের মধ্যে প্যানেল চূড়ান্ত করে ২২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা আছে।’
Copyright © 2024 || Developed by Nimeshei